নিতান্ত এক পাখি
- শিবদাস সাহা
আমি যেন
নিতান্ত কোনো এক পাখি
চলতি পথে আমায় নিয়ে
কতই-না মাখামাখি;
চলার পথে থমকে হঠাৎ দেখি
একা আমায় ফেলে দিয়ে
এগিয়ে গেছে সখি!
জীবন যেন আটকে আছে
ধু-ধু বালুচর ঘেরা...
ওই খোলা মাঠে।
আর্তনাদ হোক না যতই তাজা
হয়না তা বোঝানো আমার,
পাইনা খুঁজে ভাষা;
এ যেন এক মর্মান্তিক সাজা
যায় কি তা সহজে বোঝা?
বুকে থাকা জমা যত ব্যথা।
সময়ের স্রোতে গা ভাসিয়ে
সবাই হারায় নিত্য প্রয়োজনে,
তাতে কি কিছু যায় আসবে?
তোমার আমার কারোর জীবনে।
কিছুটা সময় হয়তো যাবে
কাঁটা যেমন বিঁধবে বুকে;
তেমনই আবার সময় পেলে
সেই কাঁটাই পথ দেখাবে।
নিয়মিত সময় দিয়ে যায় হানা
জীবন কখনও থেমে থাকেনা।
No comments:
Post a Comment