জীবন মৃত্যু
- পরাগ ভট্টাচার্য্য
সবুজের গভীরে জীবন লুকিয়ে থাকে
আমরা নিজেদের উপলব্ধি করি তার মাঝে
সত্যকেও খুঁজে পাই সেখানেই,
তবুও সভ্যতা চাই
নিশ্চিহ্ন করে দিয়ে গাছপালা
স্থাপন করতে চাই ইট-পাথর-লোহার জীবন,
কখনো মনে হয়, আমরা সবুজকে ভয় পাই
সরলতাকে সহ্য করতে পারি না
যার শরীর থেকে, যে জ্যোতি নির্গত হয়
মিথ্যার বুনিয়াদে গড়া সভ্যতা
কাঁপতে থাকে, টিকতে পারে না
শুরু হয় নকলকে আপন ভাবার চেষ্টা,
আমরা সভ্যতার আশ্রয়েই থাকি
অথচ যার কাঠামো ভঙ্গুর
ছাদ ভেঙে পরার তীব্র আশঙ্কা
যে পথ বালি পাথরে পূর্ণ হয়ে চলেছে
কোথাওবা পিচ্ছিল পথেরও সম্ভাবনা
তবুও উপেক্ষিত বিশ্বের কারিগর,
দুই লাইনের উপরে ভারসাম্য রাখতে গিয়ে
মানুষের জীবন হয় জেরবার।
No comments:
Post a Comment