Saturday, December 11, 2021

রেলপাতের আত্মকথা - অদিতি (আইভিলতা) [ছবি দেখে লেখা - পর্ব ১]

রেলপাতের আত্মকথা

- অদিতি (আইভিলতা)


প্রকৃতির কোলে তামাটে এক রেলপাত আমি।
বছরের পর বছর শুয়ে আছি নিস্তব্ধ হয়ে।
ঝরা পাতার মতো ম্লান শরীর,
সতেজ সবুজ আমার জন্ম জন্মান্তরের স্বজন।
ছুঁয়ে আছে মায়ের মতন।
আমার শরীর কাটলে অজস্র মানুষ খুঁজে পাবে;
যারা জীবনের কাছে পরাজিত হয়েছে।

আমার কোনো আক্ষেপ নেই। 
আমার কোনো দুঃখ নেই।
আপাদমস্তক বরাবর শ্যাওলার সমারোহ
যেন- জন্মদাগের ন্যায় নিরপরাধ।
বুকের পাঁজর ভেঙেছে কতবার,
মৃত্যুর স্বাদ পেয়েছি গোটা একটা দিন!
নড়বড়ে শিরদাঁড়া প্রায় অকেজো।

সময়টা ফের পাল্টে যায়,
আবার আমি জেগে উঠি।
স্বাভাবিক হয় দিনযাপন।
মানুষগুলো প্রযুক্তি ভেবে ভুল করে;
সবই মিথ্যে। আদতে যত্ন নিয়ে বানানো হয়
আকস্মিক মৃত্যুর ফাঁদ। 

No comments:

Post a Comment