সবুজের বুক চিরে
- বারিদ বরন গুপ্ত
সবুজের বুক চিরে
ছুটেছে উদাসী মন আজ
কোন ঠিকানায়?
জানিনা!
মন মেলছে পাখনা
হারিয়ে যেতে চায় সেই অজানায়,
সবুজের শেষ ঠিকানায়!
রৌদ্রছায়ায় লুকোচুরি মন
ঝিকিমিকি কার্নিশে,
উদাস বাউল গান গেয়ে ফিরুক
সবুজের উল্লাসে!
ঝিঁঝিঁ পোকা আজ সুর তুলেছে
সবুজ প্রাণের সন্ধানে,
বন বীথিকায় বাতাস ছোটে
অবুঝ মনের স্পন্দনে!
মিঠে আলোর করুন প্রাণে
সবুজ নাচে
পাখির গানে
ঠিকানাহীন মন ফিরে পেতে চায়
সবুজ প্রাণের সন্ধানে!
অবুঝ প্রাণ আজ ভেসে বেড়ায়
সবুজের উল্লাসে
বনবীথির নরম গালিচায়
ফিরে পেতে জীবনের ঠিকানা
বনপথে পেতেছে বিছানা!
No comments:
Post a Comment