Friday, December 10, 2021

পরম আপন - বৃন্দাবন ঘোষ [ছবি দেখে লেখা - পর্ব ১]

পরম আপন

- বৃন্দাবন ঘোষ


দুই দিকে গাছগাছালি ভরা মাঝখানে রেললাইন
খুশিতে আমার মন ভরে যায় অবসাদ হয় লীন। 
ভালো লাগে ট্রেনে ভ্রমণ আমার সকল সময়, 
ট্রেনে চড়ে ইচ্ছা যে হয় ঘুরতে থাকি বিশ্বময়। 
ট্রেনে বসে গাছকে নিয়ে লেখব কবিতা কত, 
আমার ডাইরি ভরে উঠবে কবিতায় শত শত । 
ট্রেনকে নিয়েও কাব্যগাথায় পূর্ণ হবে ডাইরি, 
এখনি ট্রেনে চাপার জন্য আমার মন তৈরি। 
এই প্রাকৃতিক পরিবেশ আমি দেখিনি আগে, 
মর্ত্যের নন্দনকানন বলে অনুভূতিতে জাগে। 
গাছগাছালি পাখপাখালি আমার ভালো লাগে, 
মনের থেকে দুঃখ শোক এক নিমেষেই ভাগে। 
গাছের ঐ সবুজ পাতা ডাকে আয় রে আয়, 
একসাথে খেলবো আমরা বসে শীতল ছায়। 
ঘুম যদি হয় ট্রেনের মাঝে অলসতার ফলে, 
ট্রেনের বাঁশির শব্দ জাগায় আমায় তাহলে। 
গাছেদের ও সাধ হয় তো গিয়ে বসতে ট্রেনে, 
দূরদূরান্ত চলে যাবে চায় সঙ্গে খাবার এনে। 
ছবি দেখে হল কথা ট্রেন গাছের সাতকাহন, 
ট্রেন ও গাছগুলো যেন আমার পরম আপন।। 

No comments:

Post a Comment