Friday, December 10, 2021

ফিরে দেখা - সুভাষ নারায়ণ বসু [ইভেন্ট - এলো শীতের বেলা]

ফিরে দেখা

- সুভাষ নারায়ণ বসু


শীতের বেলা আসলে পরেই
মনে পড়ে কতো কথা
বার্ধক্যের দোরগোড়ায় আজ
ফিরে দেখা ফেলে আসা কথা।
শৈশবে মিঠে রোদে শীতের বেলা
মায়ের কাছে উঠানে বসে
অংক কষতাম আপনমনে
তারই নিবিড় কোলটি ঘেঁষে।
মা দিত নিপুণ হাতে ডালের বড়ি
থালার 'পরে যতন করি
তারই মাঝে স্নেহের পরশ
দিত আমার চিবুক ধরি।
কৈশোরে বন্ধুদের সঙ্গে এই শীতের বেলা
চলতো সারা দুপুর ক্রিকেট খেলা
সেই অনুভূতি আর আনন্দের মেলা
জীবন সায়াহ্নে কি যায় ভোলা ?
যৌবনের সেই প্রাণচঞ্চল দিনে
শীতের বেলা তোমায় নিয়ে
স্বপ্নের জাল বুনে যেতাম
ভিক্টোরিয়া বা প্রিন্সেপঘাটে গিয়ে।

No comments:

Post a Comment