শীতকাল আসলে ফেব্রিক কালারের পাখি
- নিমাই জানা
শীতকাল বলে কিছু নেই, আসলে হাফহাতা জামার ভেতর দুই দশক পুরনো এক নবম শ্রেণীর গণিত খাতাকে খুঁজে পাওয়া, আমি এখন বৃষ্টিপাতের আশঙ্কা করি না ভেজা উপপাদ্য খাতায়
লোমশ পোশাকটির স্থানাঙ্ক ভাঙ্গা কাঁচফলের মতো
নীল রঙের সর্পগন্ধা ফুলটি আমাকে অহেতুক ভিজিয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হলুদ রঙের রাক্ষুসে বরফ দিয়ে
পেঁজা তুলোর ক্যাম্প ফায়ার জ্বেলে তরল গোমুখ সাপেরা এই শীতের দৈর্ঘ্য হিসাবে দৌড়াবে পরজীবী হয়ে
শীতকালে কোন মানুষের ছায়া দীর্ঘতর হয় না, ঘরের ভেতর জীবন্ত ভূমধ্য সাগরের তলায় আমার শরীরের শীতকাল ঝরে যাবে একদিন পর্ণমোচী পাথর হয়ে, চোখের সিলিকন ভাঙ্গা উঠোনের পাশে ত্রিশূল খুঁচিয়ে মারবে এক শীতরঙের ফেব্রিক পাখিকে
কেউ কেউ শীতকালের রাতে ভ্যালিয়াম জিভে সরবিট্রেট ফুল খেতে চায়, আমি কি কাউকে বিষধর শীতের পোশাক খুলতে দেখেছি নিয়ন আলোর নিচে, আর্সেনিক অন্তর্বাস
অমৃতাক্ষর পুরুষটির কোন কাল্পনিক জ্যামিতিক চিত্র নেই
একলা থাকা শান্তির শহরে বরফের গলনাঙ্ক ছুঁতে পারি না
আমি গহীন প্রদেশে যেতে পারি উলঙ্গ দূর্বা ঘাসের শীতকাল নিয়ে
আমার ঠোঁটের নিষিদ্ধ ৩ পেগের প্লাজমা সরোদ বাজাচ্ছে
No comments:
Post a Comment