এক লহমায়
- ইলা সূত্রধর
এক একটা প্রহর আমার
যেন এক দুর্গম পথের সাঁকো
অন্ধকার পেরিয়ে আলোয় ফেরা
তুমি কি সেই তমসা
যার খোঁজে ছেড়েছি জাগতিক সুখ
ক্রমশ একাকীত্বে জড়িয়ে পড়ছে সময়
এই যে ভীর এতো কোলাহলের মাঝেও
রেখে যাওয়া অসীম শূন্যতা
ঘোর লাগে দৃষ্টিতে
খুঁজে পাইনা যা চেয়েছি
কেবলই হাতড়ে বেড়াই অনন্তকাল
তাই বুঝি অনাদরে পড়ে থাকে
যত্নে সাজানো টুকরো কথার রেশ
আর মাথার আকাশ থেকে
খসে পড়ে কতিপয় তারা
কখনও অনাহুত প্রতীক্ষার পর
অদ্ভুত ভালো লাগায় উদ্ভাসিত হয় স্বপ্ন
মাঝে মাঝে বেদনার উত্তাল সাগরে
ভাসমান ডুবন্ত জাহাজেও
এক লহমায় শান্তি বিরাজ করে
No comments:
Post a Comment