Friday, December 10, 2021

এলো এবার শীতের পালা - অজয় শীট [ইভেন্ট - এলো শীতের বেলা]

এলো এবার শীতের পালা

- অজয় শীট


গ্রীষ্ম, বর্ষা, শরৎ গেল
     এলো এবার শীতের পালা
কনকনিয়ে বইবে বাতাস
      দেখতে হবে দৃষ্টিজ্বালা
    
কুয়াশা ঘেরা রাতের বেলা
       করবে বিরাজ নিস্তব্ধতা
  কর্কশ সুরে ঝিঝির ডাক
          শুনবে এখন সব জনতা।।

ঘরেতে বসে, শীতের আমেজে
     করবে গরম হাতেরে সেদিন
গরম পোশাক পরেও,
ওই শীত
    তীরের মত বিঁধবে যেদিন
    
ওপারের লোক শীতের রাতেও
    ঘুমোবে আরামেতে
 এপারেতে, আসবে না ঘুম,
       নিরীহ দুই চোখেতে..
         
ওপারের লোক থাকবে
        সবাই আনন্দেতে মেতে
এপারের লোক শীতের রাতে
          মরবে ফুটপাতেতে
  
নিরীহ ওই কুকুরটাও যে 
       কাঁদবে মাঠে বসে
সাহায্য তো দূরের কথা,
       দেখবে না কেউ একটি বারও এসে

দোষটা কোথায় ওদের 
   কেউ কি বলতে পারো আমায় ?
সামান্য কিছু দিয়েও তো
     সাহায্য করা যায় ?

No comments:

Post a Comment