Friday, December 10, 2021

শীতের দিনে - ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম [ইভেন্ট - এলো শীতের বেলা]

শীতের দিনে

- ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম


শীতের দিনে কষ্ট হলেও
খেতে ভালোই লাগে,
গরম কাপড় গায়ে পরে
শীতই যায় ভেগে।
শীতের মধ্যে সূর্যের তাপ
অনেক কমে যায়,
ঠান্ডা হাওয়া গায়ে লেগে
অনেক কষ্ট পায়।
শীতের দিনে পিঠা খেয়ে 
সবাই মজা পায়,
পাড়ার মধ্যে সবাই মিলে 
বনভোজনে যায়।
শীত আসলে আরম্ভ হয়
যাত্রাপালার গান,
বাড়ি থেকে বয়েই আসে
পিঠাপুলির ঘ্রাণ। 
ঘন কুয়াশায় শৈত্যপ্রবাহ
অনেক কষ্ট দেয়,
প্রচন্ড শীতে বাড়ির ভিতর 
থাকতে মন চায়।

No comments:

Post a Comment