এলো শীতের বেলা
- অনিন্দ্য ঘোষ
হিমেল হাওয়ায় লাগলো শীতের পরশ,
মনের মাঝে জাগলো নতুন হরষ,
বাতাসে আজ পাতা ঝরার ডাক,
ফাগুন আগুন বুকের ভিতর থাক,
ফিরে এলো কুয়াশার চাদর মোড়া ভোর,
সূর্যের তেজ আর নয় যে প্রখর,
চারিদিকে অপরূপ ফুলের বাহার,
ভ্রমর মেতেছে দেখো সঙ্গে যে তার,
প্রকৃতি আপনমনে সেজেছে যে সুখে,
মায়াবী জগৎ রচে পৃথিবীর বুকে,
শীতলতা বয়ে আনে উত্তুরে বাতাস,
হিমালয় যেন নেয় বুক ভরে শ্বাস,
শিশিরবিন্দু দেখো ঘাসের আগায়,
পাখিদের কাকলিতে মন ভরে যায়,
বাংলার ঘরে ঘরে পিঠে-পার্বণ,
বনভোজনের তরে কত আয়োজন,
বীণাপাণির আরাধনায় মাতব সবাই মিলে,
বড়দিনে ভারী মজা ছুটি সব স্কুলে,
যখন দেখি শীতে অসহায় দরিদ্র, ফুটপাতবাসী,
এতো ভালোর মাঝেও তখন মন যে হয় উদাসী . . .।।
Khub valo
ReplyDeleteKhub sundor
ReplyDeleteখুব সুন্দর হয়েছে৷
ReplyDelete