হারিয়েছে
- শীতল চট্টোপাধ্যায়
রোদ কমে বেলা খাটো এলে শীতকাল
পাতা চুল ঝরে প'ড়ে ফাঁকা হল ডাল,
ফাঁকা মাঠে জমায়েত দলেতে শেয়াল
জল কমে মরে আসে যত বিল -খাল ৷
শীত শালে লুকানোয়-লুকোচুরি মন
সেই ছেলে খুঁজে গেল সারাটা জীবন,
বুঝতে পারেনি ছিল স্বপ্ন যে ওটা
থাকে ওই স্বপ্ন, ওই ছেলে ছোটা ৷
শীত ফুল যেন ফুটে থাকা লাল ঠোঁটে
ওরা শীত বিলাসিনী শীতে হয়ে ওঠে,
কার্ডিগান, জিন্স রঙ ছোঁয় শীত বেলা
বইমেলায় - বই দেখে কবিতার খেলা ৷
শীত রাত চুপ বেশি, বেশি শুনশান
কুয়াশাতে ঢাকা পড়ে জোছনার গান,
পাগলটা একা সয় শীতের চাবুক
হারিয়েছে শীতে-শীত ভাববার বুক ৷
No comments:
Post a Comment