Friday, December 10, 2021

হিমের পরশ - জয়নাল আবেদিন [ইভেন্ট - এলো শীতের বেলা]

হিমের পরশ

- জয়নাল আবেদিন


বাতাসে হিমেল হাওয়া হয়েছে শুরু
শীতের পরশ নিয়ে এলো প্রকৃতি,
গরম কাপড়ে মুড়ে থাকে যাদের শরীর
তারাই উপভোগ করে শীতের আকুতি।

পলিথিন ঘেরা ঘরে রাস্তার ধারে
মিনতির সংসার, ছেলে-মেয়ে দুটো ছেঁড়া
জামা গায়ে সন্ধ্যা মুখোয়, কাঠ - পাতা জালে
ফুটপাতে এক কোণে। একটু উষ্ণতার খোঁজে।

ড্রইং রুমে বসে ছেলেটার কাশির শব্দে
মনটা ককিয়ে ওঠে বাবার। ঠান্ডা লেগেছে বড়,
ডাক্তার আসে - বুকে রাখে স্টেথো -
প্রেসক্রিপশন লিখে, খাওয়াও ওষুধ- সিরাপটা
খাবে, সামান্য হলেও তেতো।

ছিন্ন এ জীবনে - নেই কোন ঋতুর প্রভাব, জোটে
কি জোটে না খাবার। পরনে মলিন কাপড়,
কাগজ কুড়াতে বেলা শেষ হয় -সময় হয় না খেতে বসার।
দিনের শেষে ঝুপড়িতে ফিরে, প্রস্তুতি এবার -

উনুন জ্বলে , নাকে আসে গরম ভাতের ঘ্রাণ
ছেলে-মেয়ে নিয়ে চারটে প্রাণী গোগ্রাসে খায়
রাতের খাবার। ফ্যান ভাত একটু সিদ্ধ আলু ,
নিস্তব্ধ ঘুম পলিথিনের ঘরে -
সারা শরীর ঢাকা পলিথিন-এর চাদরে
অপেক্ষায় একটা নতুন শীতের সকালের ....

No comments:

Post a Comment