Friday, December 10, 2021

আমেজ মাখা শীত - সুভাষ চন্দ্র রায় [ইভেন্ট - এলো শীতের বেলা]

আমেজ মাখা শীত

- সুভাষ চন্দ্র রায়


শীতের বেলায় মনের মাঝে
দুই রূপ ভাব ফোটে,
শীতের কাঁপ আগুনের তাপ
মন্দ ভালো জোটে!

খেজুর রস সকাল বেলা
রসনার সুহৃদ,
পানের পরে বেদম জোরে
কাঁপে যেন হৃদ!

নলেন গুড়ের পায়েস আহা
যায় না বলা ভাষায়,
তাকিয়ে থাকি মায়ের পানে
সে মিষ্টান্নের আশায়!

হরেক রকম পিঠে পুলি
চিতই,পাটিসাপটা,
খেতে খেতে যায় যে বেড়ে
পেটুক জনের পেটটা!

খেতের তোলা তাজা তাজা
ফুলকপি বেগুন,
পড়লে পেটে তরকারি,ভাজা
শীতকালটা দারুণ!

আমার মতো অলস মানব
ঘুমায় যারা বেশি,
বাইরে হিম,লেপের তলায়
থাকাটাই যে খুশি!

No comments:

Post a Comment