অনুভব
- পরাগ ভট্টাচার্য্য
বরফ ঠান্ডা অনুভব করেছিলাম
বেশ কয়েকবার,
মনের মাঝে জায়গাগুলো
যখন যখন খালি হয়েছিল,
কোন শীতের পোশাকে উষ্ণতা পাইনি,
হিমবাহের সাথে ঝড়ের তাণ্ডবে
চেতনার মৃত্যু হয়েছিল,
প্রকৃতির কোনও উত্তাপ
পারেনি গলিয়ে দিতে,
নদীর দুই পার ছাপিয়ে ভেসে গিয়েছিল,
অনুভব করেছিলাম
ঠান্ডার স্রোত কি ভাবে শিরদাঁড়া দিয়ে নামে
শুনেছিলাম, ভয় পেলে শীতেও ঘাম হয়,
সেদিন বুঝেছিলাম, কাছের কেউ চলে গেলে
আশেপাশে সব অন্ধকার হলেও হয়,
আজ মনে হয়
কোন ঋতুচক্রের প্রভাবে নয়,
হৃদয়ের অনুভবে ধাবিত হয় কালের প্রবাহ
সকল অনুভূতির সঙ্গম এই শরীর,
পরিবর্তিত হয় ভাগ্যের ঘূর্ণনে।
No comments:
Post a Comment