Friday, December 10, 2021

শীতের কড়চা - প্রদ্যুৎ হালদার [ইভেন্ট - এলো শীতের বেলা]

শীতের কড়চা

- প্রদ্যুৎ হালদার


শহর ভাসে উষ্ণ ভেলায়
গরম পোশাক দোলে,
গাঁয়ের ভুবন মাতোয়ারা
পিঠে পুলির ঢলে।

রোদের সাথে ভাবের জোয়ার
জলের ছোঁয়ায় আড়ি,
সূয্যি মামার হাতছানি দেয়
চাঁদের পাঠায় বাড়ি।

শিউলি পাড়ে রসের কলস
গুড়ের নৌকা ভরে,
গাড়ি চেপে দিচ্ছে পাড়ি
পৌঁছে যাবে ঘরে।

সবজি গুলো মাথা তোলে
রান্না ঘরের মজায়,
ভোজন রসিক শীতের বেলায়
পেটটা সুখে ভরায়।

দিনের প্রহর ছোট্ট হলো
রাতে ঘুমের রেশ,
ভালো মন্দে কাটে সবার
শীতকালটা বেশ।

No comments:

Post a Comment