Friday, December 10, 2021

শীতের ছবি - অমিত চট্টোপাধ্যায় [ইভেন্ট - এলো শীতের বেলা]

শীতের ছবি

- অমিত চট্টোপাধ্যায়


হিম পড়ে গেছে কুয়াশা ঢেকেছে মাঠ 
পাতা ঝরা শুরু গাছের শরীর থেকে 
মিঠে রোদ মেখে কম্বল শুয়ে ছাদে 
বাগান গিয়েছে নানারঙা ফুলে ঢেকে। 

হলুদের হোলি, যেদিকে দু'চোখ যায় 
পাহাড়ের কোলে কমলা বাগান জুড়ে 
নরম আলোর আলপনা এঁকে গায়ে
পাহাড় ঘুমিয়ে তুষারে-তে মাথা মুড়ে।

নতুন ধানের চাল বাটা ঘরে ঘরে 
পায়েস-পিঠের  উৎসবে মাতোয়ারা 
শীতের সবজি বোঝাই হয়েছে হাটে
নলেন গুড়ের গন্ধে মেতেছে পাড়া। 

নানা খেলা নিয়ে সার্কাস ফেলে তাঁবু
কত না পসরা মিলছে পৌষের মেলায় 
বনভোজনের শেষে ছেলে-বুড়ো মিলে
শীতের বিকেলে মেতেছে নানান খেলায়।

No comments:

Post a Comment