Friday, December 10, 2021

শীতল শীত - আখতারুল ইসলাম খোন্দকার [ইভেন্ট - এলো শীতের বেলা]

শীতল শীত

- আখতারুল ইসলাম খোন্দকার


শীত আসে কুয়াশার চাদরে ঢেকে
বিকেলে হেমন্তের অবসানে,
উৎসবে মেতে উঠে বাঙ্গালীরা
নানান রকম পিঠার আয়োজনে।
ফল ও টাটকা শাক-সবজির সমারোহ
সকাল বেলা মিষ্টি খেজুরের রস,
আর ধোঁয়া উঠা গরম ভাঁপা পিঠা
গুঁড়ের পাটালি খেতেও কত যশ।
হাটখোলার মোড়ে মেলার পরসা বসে
হরেক মিষ্টি-মিষ্টান্ন জিলাপি,
রঙ লেগে থাকে ঠোঁটে মুখের কোনে
লাঠির হাওয়ায় মিঠাই গোলাপি।
হয় শিশির ভেজা রাতে শীতল শীতে
যাত্রাপালা, পুতুল নাচের আসর,
ধুম পড়ে যায় বিয়ে গ্রাম-গঞ্জের ঘরে
খুশিতে নব-দম্পত্তির বাসর।
গাছ পালা প্রকৃতির নিজের জীর্ণতা
পুরাতনকে ঝরিয়ে ফেলে দেয়,
সাজ সজ্জার জন্য নতুন রূপে মেতে
কচি পাতাই সজ্জিত করে নেয়।

No comments:

Post a Comment