শীতের আসর
- রমিত চট্টোপাধ্যায়
শীত আসে নিয়ে হিমেল হাওয়ার চিঠি
গাছেরা ঝরায় পুরোনো পাতার জামা
কমলা লেবুর খোসার গন্ধ মেখে
সোনা রোদ্দুর ছাদ জুড়ে দেয় হামা
আলমারি ঘেঁটে বার করা সারে সারে
শাল-কম্বল-আলোয়ান-লেপ-কাঁথা,
টুপি-সোয়েটার-মাফলার-উলমোজা
পরতে পরতে স্মৃতির টুকরো গাঁথা
ভোরবেলা ঢাকে কুয়াশায় চরাচর
পাই যে টাটকা নলেন গুড়ের মজা,
পিঠে-পুলি, পাটিসাপটা ও মালপোয়া
সাথে জুটে যায় মোয়া আর জিবেগজা
শীতের বেলায় উৎসব চারিদিকে
মাঠ জুড়ে বসে কত না মজার মেলা,
ডালিয়া, গোলাপ সেজে ওঠে চারিদিকে
ঘুরে ঘুরে দেখে কেটে যায় সারাবেলা ।
খুব সুন্দর
ReplyDelete