তাই ততদিন
- বৃন্দাবন ঘোষ
শীতের বেলা দারুণ মজা
মিঠেল রোদ্দুর,
চড়ুইভাতি করি সকলে
আনন্দ ভরপুর।
বেড়াতে যাই দীঘা অথবা
জঙ্গল যেথা আছে,
লেপ গায়ে ঘুমিয়ে আরাম
শীত থেকে প্রাণ বাঁচে।
পৌষের সংক্রান্তিতে
পিঠে সবার ঘরে,
হরেক রকম গাঁদা ফুলে
সারা বাগান ভরে।
শীত এলোরে শীত এলো রে
আয় মেলায় যাই,
শীতের আমেজ য'দিন থাকে
ততদিন ভালো তাই।।
No comments:
Post a Comment