শীতের চিঠি
- অদিতি (আইভিলতা)
শীতের পরশ সঙ্গে নিয়ে
হারিয়ে যাই চলো,
আমরা দু'জন পরিযায়ী
দিনান্তের ধুলো।
কুয়াশা ঘেরা এই মরশুম
তোমার খুব প্রিয়।
লিখছি চিঠি তোমার নামে
পারলে উত্তর দিও।
শিশির_বিন্দু করেছি জমা
পাহাড় যাবো বলে;
আদিখ্যেতা করবো বৈকি
তোমায় পাশে পেলে।
বুনোফুল ছড়াবে গন্ধ
আমাদের ওয়েলকাম-এ।
লেকের পাড়ে বাড়ি হবে
পাহাড়ি এক গ্ৰামে।
No comments:
Post a Comment