Friday, December 10, 2021

এসেছে শীত - ডঃ রমলা মুখার্জী [ইভেন্ট - এলো শীতের বেলা]

এসেছে শীত

- ডঃ রমলা মুখার্জী


এসেছে সাধের শীতের বেলা-
জুটবে মানুষ, জমবে মেলা।
মজবে মজার চড়ুই-ভাতি-
রোদের আলোয় উঠবে মাতি।
নানান আনাজ পড়লে হিম-
গাজর বেগুন টোমাটো সিম।
বেড়াবো ঘুরবো শীতটি জুড়ে -
নাচবো গাইবো গানের সুরে।
শীতের রোদের মতই মিঠে,
পায়েস চাকলি নানান পিঠে।
শীতের সকালে খেজুর রস-
প্রাণটা সবার হবেই বশ।
নলেন গুড়ের মিঠাই খেলে,
পরম সুখের হদিশ মেলে।
ভীষণ মধুর শীতল বায়-
গরম মোটেই সুখের নয়।
ক্ষণিক শীতের রোদের ওম
সারাটি বছর যোগায় দম।

No comments:

Post a Comment