Thursday, December 16, 2021

বিজয় দিবস - রেজাউল করিম রোমেল [বিজয় দিবস - শব্দদ্বীপের বাংলাদেশ সংখ্যা]

বিজয় দিবস

- রেজাউল করিম রোমেল


১৬ই ডিসেম্বর বিজয় দিবস
তোমরা সবাই জানো,
না জানলে সবাই মিলে
আমার কথা শোনো।

নয় মাস যুদ্ধ করে
দেশটা করেছি জয়,
শত অন্যায় অপরাধ
করিনা কভু ভয়।

আমরা হলাম বীরের জাতি
দেশটা গড়তে চাই,
বাধা বিপত্তি পেছনে ফেলে
এগিয়ে যাব সবাই।

No comments:

Post a Comment