হারানো সুর
- অর্ণব মণ্ডল
কেমন করে খুঁজবে তুমি মোরে
হারিয়েছি আজ আমি অতল সাগরে,
যেথা নেই ভালোবাসার তল
সেথায় আজ আমার সচল।
কেমন করে ধরবে তুমি মোরে
হারিয়েছি আমি আকাশ মাঝারে,
যেথা আছে সীমাহীন নীরবতা
সেথায় আজ আমার বসতধারা।
কেমন করে নতুন সুরে খুঁজবে তুমি মোরে
আজ আমি হারিয়ে গেছি অপ্রেমিকের নীড়ে,
কেমন করে নতুন ধারায় ধরবে তুমি মোরে
আজ আমি হারিয়ে গেছি স্বপ্নহীন ধরাতলে।
কেমন করে আজ তুমি বাধা দেবে মরে?
নিজের হাতে বাঁধন ছিঁড়েছো আমার তরে।।
❣️❣️ খুব সুন্দর
ReplyDelete