হতাশ হইয়ো না বন্ধু
- বারিদ বরন গুপ্ত
হতাশ হইয়ো না বন্ধু
শুধু খুঁজে বেড়াও
বাঁচার ইতিহাস!
সহস্রে সহস্রে লুকিয়ে আছে
পৃথিবীর কোনায় কোনায়।
সৃষ্টির সেই প্রাতে
যেদিন মানুষ অসহায় প্রকৃতির কাছে
উত্তাল সমুদ্রের বুকে
ভাসিয়েছিল জীবন তরী,
হাজার পথ বেয়ে
জেগে উঠেছিল
হেসেছিল ধরিত্রীর বুকে!
জীবনটা হাসি কান্নার
উত্থান-পতনের
পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায়
থরে থরে তত্ত্বে দর্শনে!
ভেঙে পড়ো না বন্ধু
যদি আকাশটা ভেঙে পড়ে
খড়কুটো একটাও আছে জানবে,
হয়তো তোমার তরে!!!
No comments:
Post a Comment