Tuesday, December 7, 2021

ভাবনার হেমলক - বিধান চন্দ্র নস্কর

ভাবনার হেমলক

- বিধান চন্দ্র নস্কর


আকাশের সিঁড়ি বেয়ে রোদ্দুর
আদর বিছিয়েছে ঘাসে, নোনা জলে।
আমাদের সাজানো জীবনে, যদি একবার
গা থেকে ঝেড়ে ফেলতে পারতাম
অ-কারণ তকমা (তুচ্ছ তার)!

তা-হলে হয়তো ভাসমান স্বপ্ন অনেকটা
চাগিয়ে নিয়ে যেতো দূরে–
যেখানে সমুদ্র গর্জনে তোমার ছায়ারা পালালো,
জীবন কি বলছে তা- না ভেবে।

তবু সান্নিধ্য খুঁজেছে মৃত তলোয়ার
আরো একবার রক্তাক্ত হওয়ার প্রত্যাশায়।

আমার মুষ্ঠিহস্ত প্রেরণা পাওয়ার ছন্দে
ছিল কিনা জানিনা, শুধু নৈঃশব্দ্যের ভিতরে
যা-ছিল ভালোবাসার-তা গোচরে ও অগোচরে
সক্ষমতার নুড়ি ভেঙে ভেঙে সমভাবে উত্তাল।

2 comments:

  1. অসম্ভব ভালো একটা কবিতা পড়লাম।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো, মেশাবার খুশির খয়েরি বেদনা।

    ReplyDelete