কাল কী হবে
- শম্পা ঘোষ
ইহকালের এই জীবনে চাপেতেই কাটলো তিনকাল
কাল কী হবে ভাবতেই দেখি দুয়ারে দাঁড়ায়ে পরকাল।
মানুষ আজ আছে কাল কী হবে তা তো নেই জানা
কী ঘটনা হতে চলেছে কথাটাই যেন ভাবতে মানা।
পেয়েছি যা তাকে নিয়েই এগিয়ে চলে জীবন
প্রাণভরে তাই বেঁচে নেও পৃথিবীতে এই কয়দিন।
জীবনের বোঝাপড়া শেষ হলে বাকি থাকে শূন্যতা
ফিরে পাওয়ার আশায় দূর করো মনের দীনতা।
হিসাবের খাতাকে ভুলে সব নিকেশ রাখো তুলে
কাল কী হবে ভেবে নেই লাভ ক্ষতিকে যাও ভুলে।
এসো আজ অন্ধকারকে সরিয়ে ভরাই জোছনার আলো
প্রত্যাশা থাকুক মিটে যাক সব আঁধার সব কালো।
No comments:
Post a Comment