স্মৃতিরেখা....
- শ্যামাপদ প্রামাণিক
সব নক্ষত্র ডুবে গেছে রমার জন্য জেগে আছে আকাশের একটি নক্ষত্র
ইচ্ছে ডানায় যখন কোন তোলপাড় ঢেউ উঠে
রমা তখন স্বপ্ন দেখা থেকে পেরিয়ে এসেছে অনেক রাত....
স্বপ্নের রঙিন মুহূর্তগুলি যখন একপক্ষ কাল পরে
প্রাচীন স্মৃতির মতো মনে অন্য প্রাণের স্রোত আনে পূর্ব রাত ...
প্রাচীন বটের ঝুরির মতো অসংখ্য স্মৃতির নক্ষত্র হয়ে মনে ঘন মেঘ করে
এইভাবে স্বপ্ন রাতগুলি রমার জন্য কেন জেগে থাকে? অপেক্ষায় থাকে ...কে জানে?
এইভাবে,এই মনে সেই মনে ইচ্ছে ডানার রোদ্দুরে
একদিন রমার আকাশে প্রাচীন স্বপ্নের বৃষ্টিগুলি টুপটাপ ঝরে পড়ে
রমার মনে স্বপ্ন কথার আবার স্বপ্নের সোনালী দিগন্ত গড়ে...
তার মনখারাপের বিকেলগুলো দূর থেকে ছুটে আসা নীল বাতাসে মিলিয়ে যায়
রমার মনের ইচ্ছে ও ভাবনার সঙ্গে
আমার মনের ইচ্ছেগুলো এক হয়ে
সেই শুকনো মনের সরস্বতী নদীতে আশ্চর্য উথালপাতাল ঢেউ দেখা দেয়
প্রতি মুহূর্তে , প্রতিদিন , প্রতি রাত নিজস্ব নিয়মে
জেগে থাকা আকাশের একটি নক্ষত্র মেঘের রঙে আঁকে রমার স্মৃতির রেখা....
রমা সব ভুলে ফিরে আসে পূর্ব গন্তব্যে...
No comments:
Post a Comment