হিম হিম হেমন্তের ভোর
- গোবিন্দ মোদক
হিম হিম হেমন্তের ভোর
কুয়াশায় পথ ঢাকা,
দৃষ্টি চলে না দূরে
সব আবছায়া মাখা।
তারই মাঝে শন্ শন্
হিমেল বাতাস বয়,
অসময়ে বৃষ্টি এলো
এসব কি আর সয় !
তবু তারই মাঝে ঘুম
সকালের চোখ জুড়ে,
ঘরেতে আর না থেকে
চলো আসি কোথাও ঘুরে।।
No comments:
Post a Comment