স্বর্গ 'ত এটাই
- মানিক শিমুল
জীবন যেন থেমে যাচ্ছে
কই কে কার খবর রাখছে?
সুশীল মুরুব্বীরা দিচ্ছে লেকচার
তাতে পেট ভরছে কার?
হুদাই শুনছি, হেন করেঙ্গা, তেং করেঙ্গা
খাঁচ্ছি খাঁ, তুই শালা চুপ যা! পারছি কই?
বলছি তবু, হে প্রভু বলবো তোকে বলার নাই
মানুষ কবে মানুষের হবে ,
পৃথিবীটা শান্তি পাবে হাসি মুখে বলবে সবে
স্বর্গ তো এটাই!
No comments:
Post a Comment