স্মৃতিচারণায় বুদ্ধদেব গুহ
- শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
লাল কালী ভেজা পাতা হল আবছা হয়ে।
বেদনার সাঁকো নিয়মে পেরোনো,
পাঠকের মনে রবে অবিচল যেন।
এত সহজে যায় কি মুছে নক্ষত্র ধ্রুবতারা।
নানা পড়বে মনে, সেলফে অনেক বইয়ের পাজা।
কয়েক লক্ষ পাঠক কোজাগরী মাধুকরি।
চেনালো শুধু প্রকৃতি, জঙ্গলে প্রান্তিক জনগণ।
গেলেন করে যুব অভিনয় কিশোরসাহিত্য উপন্যাসে।
ঘুম কেড়েছে কত যৌবন বসন্ত কোয়েলের কাছে
সহজে কাটে না নেশা মহুয়ার জঙ্গলে মেশা।
না হয় হোক অরণ্য ঐশী, ধরা দিল প্রেমিকের মহিমা।
নারী বললে বাদ হয় কি তবে প্রকৃতি থেকে।
করেছেন লালন বন জোছনায়, ভালোবাসার শ্যামল অন্ধকার।
No comments:
Post a Comment