Tuesday, December 7, 2021

নিঃশেষিত আমিতে - সুকান্ত মজুমদার

নিঃশেষিত আমিতে

- সুকান্ত মজুমদার


তোমার নীরব হয়ে ওঠা
পৃথিবীর সবুজ ভাষাময় বুকের
কোল শেষে সদ্য জাগা কুয়াশায়
অস্পষ্ট ঘুমরে ওঠা কান্না -
হয়ত দেখনি,
দেখেছ, শুধুই একরোখা 
তিস্তার উন্মুক্ত সরীসৃপের মত
বয়ে যাওয়া  অহংকারী গতি,
দুকুলের দুবাহু প্রসারিত
অঙ্গে কি অকৃপণ সৌন্দর্য
সদা মুখর রয় তোমার সাথেই
দেখতে চাওনি। 

এভাবেই অনেক বৃষ্টির পর
অপেক্ষমাণ দৃষ্টিসুখ যখন
শীতল আবেশ হয়ে নিদ্রামুখী
হবে, কল্পনা ও তুমি অভিন্ন হয়ে
নিবিষ্ট হয়ে উঠবে -
শুধুই ভেতরের নিবিড় 
একান্তের উথলে ওঠা তুমিতে,
মৃতপ্রায় তুমিতে, 
সে তুমির
আমিহীন কঠোর আত্মপ্রকাশে।

আমি তখন ভাবছি যেন,
অনেকখানি স্থল আজ জলাভূমি
যেখানে নামমাত্র আস্ফালন। 
মহীরুহ প্রকাশের সব আশা 
মানহীন লজ্জায় লীন, 
জলাঞ্জলি দিয়েছে
সূর্যের আলো গায়ে মাখা -
জ্যোৎস্নার স্পর্শে শিউরে ওঠা।
তবুও মন বলবে বৈকি
এমনটি হবে,  
হয়ত তুমি ভাবনি -
তাই মরে গিয়েও নিঃশেষ নাহয়ে
উৎসাহী মননে ও দৃষ্টি হয়ে
তোমার সে তুমিকে সেভাবে 
হারাতে চাইনি,
যেটুকু তুমিকে খুঁজে পাইনি। 

No comments:

Post a Comment