নৈশ মাতালের মতো
- কাজী নুদরত হোসেন
পৃথিবীটা দিব্যি হাঁটছে রাতের রাস্তায়
অসংলগ্ন প্রলাপ বকতে বকতে
নির্লিপ্ত অসংকোচ বেহায়ার মতো
সবার চোখের সামনে দিয়ে,
বেওয়ারিশ এক নৈশ মাতাল
হেঁটে চলেছে পথ টলতে টলতে..
পোষ্টে ধাক্কা খাচ্ছে, নর্দমায় পড়ছে
গায়ে কাদা মেখে দুর্গন্ধ ছড়াচ্ছে,
তবু হেঁটে চলেছে টলতে টলতে
সবার চোখের সামনে দিয়ে পথে..
কাঁচা খিস্তির ভয়ে সাহসী কেউ
চিনিয়ে দেয়না ওর ঘরের রাস্তাটা।
No comments:
Post a Comment