Tuesday, December 7, 2021

আমার বাড়ির চিত্র - অদিতি (আইভিলতা)

আমার বাড়ির চিত্র

- অদিতি (আইভিলতা)


নেমপ্লেটে বড়ো বড়ো অক্ষরে লেখা 'বিশুদ্ধ ক্ষোভ'
এখানের কলিং বেল জন্মগতই বোবা,
প্রাচীন বিরহ চৌকাঠ আগলে বসে আছে,
উঠোন চত্বরে গড়াগড়ি খাচ্ছে কয়েক'শো অনুশোচনা।

সিঁড়ির ধাপে ধাপে স্পষ্ট লেখা-
আমার আত্মহত্যার সমস্ত কারণসমূহ!
সারা বাড়ি জুড়ে বিদঘুটে আঁধার ছড়ি ঘোরাচ্ছে।
এই বাড়িতে খুব সহজেই যা সকলের নজর কাড়ে 
তা হলো - 'দেওয়ালের রঙ'।
যা মানুষের শিরায় শিরায় প্রবাহিত হয়।

No comments:

Post a Comment