Tuesday, December 7, 2021

রাগের বর্বরতা - পরাগ ভট্টাচার্য্য

রাগের বর্বরতা

- পরাগ ভট্টাচার্য্য


আকাশটা যেদিন রাগে ফুঁসছিল,
হঠাৎ ঘনঘটায়, প্রস্তুতির খামতিতে
নিজের সাথে ব্যর্থ বোঝাপড়ায়,
মেঘ আর বৃষ্টির মেলবন্ধনে উদ্দাম
পাগল বাতাস আকাশের পক্ষ নিয়েছিল,

যেদিন দেখি নদীর জল স্ফটিকের মতো
অসংখ্য সূর্য আলোকমালায় সাজিয়ে যেন অপেক্ষায়,
হঠাৎ শুরু হল ঝড়, তান্ডব বাতাসের,
উত্তাল ঢেউ আক্রোশে আছড়ে পড়তে থাকল
শান্ত চেহারাটা বদলে গেল এক নিমেষে,

যেদিন বাতাসের মুখ গোমড়া
গাছের পাতাগুলো চুপ থেকে, প্রতিবাদে
আশপাশ গুমোট , কুয়াশা থমকে দাঁড়ায়
দম আটকে বসে থাকি সময়ের সাথে
হলুদ পাতারা মাটিতে পড়তেও ভয় পায়!

যেদিন দেখি, একদল লোক পতাকা নিয়ে
আশেপাশে ভেঙেচুরে, শ্লোগান দিতে দিতে
আরেক দলের সাথে রাস্তায় মারামারি করে,
অসুস্থ মনে, ভন্ড রাগের শৈশবে
সবাই জানে, ওদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না!

রাগের ভাষা বদলে যাচ্ছে
অস্থির মানসিকতার প্রকাশ বর্বরতায়
কারণ বলে কিছু নেই, শুধু হিংসা, দলাদলি আর ঈর্ষা
কার উপরে রাগ, কিসের জন্য, অবুঝদের আলাপ
ভাল বা মন্দের মানদণ্ড আর মাপকাঠি নয়,

ধিকিধিকি জ্বলছে ছদ্ম রাগের আগুন, কেউ কি পারবে নিভাতে!

No comments:

Post a Comment