Tuesday, December 7, 2021

হে ভগবান - তন্ময় সেন

হে ভগবান

- তন্ময় সেন


জীবনের গভীরতা, সে এক অতল সমুদ্র,
জন্মায় পচা শামুক, আবার পাঁকে পদ্ম।
সমুদ্রের সুনামিতে  কত নৌকা ডুবে যায়!
বিপদ তোমার আমার, কে কে নেবে দায়?
ধ্বংসের মাদকতায় প্রকৃতি যায় হারিয়ে,
ঘোলা জলে, নোংরাতে সব দেয় ভরিয়ে।
মানুষ ছিল, সুগন্ধ ফুলের মালাতে গাঁথা,
চেনা মুখ, হাসি, কান্না আরো কত কথা!
তখনও উঠত ঝড় এ প্রকৃতির কোলে,
ঘুমাত মানুষ, গাছ ভরতো নিজ ফুলে।
বৃষ্টি হলে মনের মাঝে আনন্দের সেতার,
আজ? ধ্বংসলীলায় মত্ত! প্রকৃতির প্রহার।
সব বেশি চাই, হোক ভবিষ্যতের বিসর্জন,
প্রকৃতিও দিচ্ছে ঢেলে আয়লা, যশ, আমফান।
হারিয়ে যায় কত প্রাণ, কত দুঃখী পরিবার,
স্বার্থপরের হাতে সমাজ আজ যে ছারখার!
হে ভগবান, দাও বোধোদয় সবারই মনে,
দাও শক্তি, জ্বালো আলো, মহৎ জীবনে
সহ্যের শেষ সীমানায়, নামুক নৈতিকতা।
ভরো প্রাণ আনন্দ, জীবন পাক সার্থকতা। 

No comments:

Post a Comment