Tuesday, December 7, 2021

নীল হিমাদ্রি - আদিত্য সেন

নীল হিমাদ্রি

- আদিত্য সেন


বাঁধন ছেড়ে উড়েছে এক অচিন পাখি
কি জানি সে পারবে ডানা মেলে উড়তে এই পৃথিবীর বুকে?
নীল আকাশের হাতছানি অতি সুন্দর
আশাহীনা জীবন বুক বেঁধেছে এক অদৃশ্য সুখে।
তাই বসে পড়লাম 
মনের নীলাভ ভাবনাগুলো একগুচ্ছ বেড়াজাল ভেঙে প্রেম সঞ্চার করতে।
আমি প্রেমান্ধ ছিলাম না বলেই
আমার ভাব সংক্ষিপ্ত।
আমি দেখেছি সোনালি রাতের বাতাস
গাছের পাতায় দোল খেয়ে
এক নীরব শব্দের প্রেম সুখ ধারণ করে।
মাঝে মাঝে এলোমেলো হতে
এত ভাল লাগে
গুছানো সব অগোছালো করে
স্বেচ্ছাচারীর মত নেড়েচেড়ে
নিশ্চিন্ত গৃহকোণ ছেড়ে
যাযাবর হতে।
ধোঁয়াশা পথের এই আকর্ষণে
হিমাদ্রি শীতের কুয়াশা ঝরা ভোরে
ঘাসের গালিচায় নগ্ন পায়ে রোজ হেঁটে বেড়াই
সে তো শীতকে ভালোবাসি বলেই।
রাশি রাশি উল্লাসিত হিল্লোল ছুটে চলে
মিলন মোহনায়
চেতনা ফিরে দেখি এখনো আছো দাঁড়িয়ে আঁধার নীলিমায়।

No comments:

Post a Comment