কেমন আছো অগ্রহায়ণ ?
- অভীপ্সা মজুমদার ঘোষাল
ভালো আছো অগ্রহায়ণ ?
নতুন ঠিকানা অজানাই রয়ে গেছে তবুও পত্র লেখার ব্যাকুলতা এতটুকুও কমেনি ।
ডাকবাক্সে পড়েই থাকে সুগন্ধি খামে মোড়া আদরের চিঠিরা -
তাদের কেউ কেউ হারিয়ে গেছে দেশান্তরে ,
কেউ রাগ পুষে বিদ্রোহ জানিয়েছে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে ।
যে পত্র লিখছি তার প্রত্যেকটি শব্দ যত্ন করে লেপ দিয়ে মোড়া
কখনো ওরা শুষ্কতা অনুভব করবেই না ।
পড়ার সময় ওদের বের করে নিও , দেখো ওরা যেন না কাঁপে
আমি তবে বিফল হয়ে যাবো , ওরা মনের কথা বলবে কিভাবে ?
যত্ন নিও ........
অপরাহ্নের আকাশে নিস্তেজ সূর্যের ডিমলাইট ,
মিঠে রোদ্দুরে আনমনা হয়ে কোকোনাট-অলিভের সোহাগ ,
ঝগড়ুটে কাকের বাঁশচেড়া শব্দে অনুসন্ধানী চোখ স্বপ্ন দেখে ব্যোমকেশ হওয়ার ,
ফ্যাকাশে মনের আবদারকে প্রশ্রয় দিচ্ছে চিলের তীক্ষ্ণ অথচ মায়াবী বিষাদে ভরপুর আবেদনশীল সুরতরঙ্গময় চিঁ-হিঁ-হিঁ ডাক !
পত্র লেখার উত্তেজনায় জলরঙ গুলে ছবি আঁকছে বৈরাগী মন ,
ট্রপোস্ফিয়ার স্তর অতিক্রম করে মহাকাশের শূন্যতায় বিলীন হতে চাইছে
অগ্রহায়ণ এখন কোথায় থাকে ? - অর্ধচন্দ্রাকৃতি বিরূপাক্ষের একটাই প্রশ্ন ।
ঝুমকোলতার আনাচেকানাচে পায়রার বকমবকম ,
নাকছাবির উষ্ণ ছোঁয়ায় কাঠঠোকরার গদগদ মন ,
কাজল পড়া কাজলা মেয়ের ঠোঁটে বুলবুলির চুম্বন ,
এলোমেলো কালো চুল ঘিরে জীবনানন্দের বঙ্গ বিহঙ্গের আনাগোনা ,
ভ্রুযুগলে কাদামাটির পথ বেঁকে ঝাঁপ দিয়েছে কেলেঘাঁই নদীর স্তনে ,
মেয়েটির পরিচয় কি অগ্রহায়ণ ?
ভালোবাসো তার লাল টুকটুকে ঠোঁট ?
চুম্বন করেছো সেই মেয়ের নরম মন ?
পত্রগুলো পড়েছো ?
অনুভব করেছো ভালোবাসা আটকে রয়েছে সিক্ত শব্দগুচ্ছে ?
তুমি কি হারিয়ে গিয়েছো অগ্রহায়ণ অন্য কোনো সুগন্ধে ?
কোথায় থাকো এখন ?
ভালো আছো অগ্রহায়ণ ? ভালো আছো তো ! ..........
No comments:
Post a Comment