ইভেন্ট "এলো শীতের বেলা" - লেখক তালিকা
ডিসেম্বর মাসের ১ম ইভেন্ট
বিষয় - "এলো শীতের বেলা"
বিভাগ - কবিতা / গল্প
নিয়মাবলীর লিঙ্ক - https://www.shabdodweep.co.in/p/shabdodweep-event.html
আজ (১০ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় "এলো শীতের বেলা" ইভেন্টের জন্য আসা লেখাগুলো / সৃষ্টিকর্মগুলো শব্দদ্বীপের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এখনও পর্যন্ত যাদের যাদের সৃষ্টিকর্ম শব্দদ্বীপের ইভেন্টের জন্য এসেছে তাদের সকলের নাম নিচে দেওয়া হল। ১০ই ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ১৫ই ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রত্যেকটি সৃষ্টিকর্মের পঠন / দর্শন সংখ্যা দেখা হবে।
নিয়মাবলীর লিঙ্ক - https://www.shabdodweep.co.in/p/shabdodweep-event.html
আজ (১০ই ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় "এলো শীতের বেলা" ইভেন্টের জন্য আসা লেখাগুলো / সৃষ্টিকর্মগুলো শব্দদ্বীপের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এখনও পর্যন্ত যাদের যাদের সৃষ্টিকর্ম শব্দদ্বীপের ইভেন্টের জন্য এসেছে তাদের সকলের নাম নিচে দেওয়া হল। ১০ই ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ১৫ই ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রত্যেকটি সৃষ্টিকর্মের পঠন / দর্শন সংখ্যা দেখা হবে।
বিষয়ভিত্তিক এবং নিয়মাবলী মেনে যে সমস্ত সৃষ্টিকর্মগুলো পাঠানো হয়েছে সেইগুলোই বিচারকের কাছে পাঠানো হবে। বিচারকের বিচারের উপর নির্ভর করে ১৫ই ডিসেম্বর ফলাফল জানানো হবে এবং জয়ীদের ডিজিটেল প্রশংসাপত্র প্রদান করা হবে।
প্রকাশিত হওয়ার পর লেখার লিঙ্ক এবং শেয়ার করার পদ্ধতি মেইল করে জানানো হবে।
লেখক / শিল্পীদের নামের তালিকা [ইভেন্ট - "এলো শীতের বেলা"]
রানা জামান
ইলা সূত্রধর
সুব্রত দাস
প্রশান্ত মন্ডল
পারমিতা মুখার্জী
প্রদ্যুৎ হালদার
নিমাই জানা
অমিত চট্টোপাধ্যায়
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
বন্যা ব্যানার্জী
ডঃ রমলা মুখার্জী
অজয় শীট
জয়নাল আবেদিন
কৃষ্ণকিশোর মিদ্যা
শীতল চট্টোপাধ্যায়
পিয়ালী গাঙ্গুলী
জাফর পাঠান
রমিত চট্টোপাধ্যায়
মোঃ আরমান হিমেল
বৃন্দাবন ঘোষ
শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
পরাগ ভট্টাচার্য্য
প্রসেনজিত দাস
সৌম্য ঘোষ
গৌতম তালুকদার
অদিতি (আইভিলতা)
শ্যামলী বালা বিশ্বাস
সুভাষ চন্দ্র রায়
আখতারুল ইসলাম খোন্দকার
সুভাষ নারায়ণ বসু
অনিন্দ্য ঘোষ
No comments:
Post a Comment