Tuesday, December 21, 2021

স্বেদমুক্তির বাসনাকুসুম - গোবিন্দ মোদক

স্বেদমুক্তির বাসনাকুসুম

- গোবিন্দ মোদক


পাহাড়ের ফাটলে সময়ের বীজ 
দু'এক কণা 
জলের অভাবে অঙ্কুরিত হয়নি।
তেমনই প্রেম-ভালোবাসা 
এবং ঊষর মরুভূমি ...
থর, তাকলামাকান, গোবি ও সাহারা
রুক্ষ-শুষ্ক-জলহীন। 
তবুও মরুদ্যান পাহারা দেয় 
হৃদয়ের খড়কুটো 
আর প্রতিদিন সন্ধ্যায় জন্ম নেয়
কিছু বীজ আর অপেক্ষার মুহূর্ত।
হে ওতপ্রোত সময় !
অবগাহন দাও ! 
দাও স্বেদমুক্তির বাসনাকুসুম !

No comments:

Post a Comment