Tuesday, December 21, 2021

কবিতাগুচ্ছ - রবীন্দ্র মণ্ডল

যুবক মানে

- রবীন্দ্র মণ্ডল


 যুবক মানে ফুটন্ত রক্ত 
 যুবক মানে ভুলের বিরোধী 
 যুবক মানে সঠিকের পথ দেখানো।
 যুবক মানে মুখে শ্লোগান, হাতে ঝাণ্ডা 
 যুবক মানে আন্দোলনের স্রষ্টা 
 যুবক মানে রক্তের তেজে ভুবন কাঁপানো।।

 যুবক মানে স্বাধীন দেশের স্বাধীন পতাকা 
 যুবক মানে দেশ মাতার সেবা করা।
 যুবক মানে পাড়ার অনুষ্ঠান
 যুবক মানে নতুন কিছু সৃষ্টি করা।।

একবার দেখবো বলে

- রবীন্দ্র মণ্ডল


একবার দেখবো বোলে বাড়ি থেকে বেরিয়েছি  
তার কিছুই জানিনা 
শুধু তার গলার সুর শুনেছি।
প্রথম কথা হয়েছিল ফোনে 
দুজনের পরিচয় শুধু কানে।
আমি বেরিয়েছি শুধু তাকে একবার দেখবো বোলে।

আমি চোলে গেলাম সেই স্থানে 
যেখানে সে দাঁড়িয়ে আছে একা।
প্রথম দেখিলাম তার নয়ন দুখানা 
যেন কুমোরটুলির পুটোর হাতে আঁকা।
তার দেহ যেন চারাগাছের প্রথম ফুটন্ত গোলাপ।

No comments:

Post a Comment