Tuesday, December 21, 2021

হায়রে এ প্রজন্ম! - শুভ্রা ভট্টাচার্য

হায়রে এ প্রজন্ম!

- শুভ্রা ভট্টাচার্য


এই প্রজন্মের সবেতেই তড়িঘড়ি
সময়ের পরে নাহি কিছুই ছাড়ি,
চাহিদা মেটানোতে সব বাহাদুরি
অবশেষে হতাশা অবসাদে মরি।
না পাওয়াকেও দিতে হয় মান্যতা
তবেই মনের সাথে বাড়ে সু-সখ্যতা,
কিছু ত্যাগ কিছু ছাড়াতে খোঁজ সুখ
নইলে অতৃপ্তিতে জীবনভোর দুখ।।
প্রজন্মেরা তাবিজ কবজের শিকার
হাতে রঙের পাথর,পায়ে কালো কার,
এরপরও পোশাকে গর্জন স্বাধীনতার 
কুরুচিকর অতি রঞ্জিত তাদের সাজ, 
দেখনদারি আলগা চটকে উৎশৃঙ্খলে
সোশ্যাল মিডিয়ায় করছে ভীষণ রাজ!
"কি খাই কি পরি" সব করা চায় পোস্ট 
অভাবীর লালা-নিঃসরণ হবে কি রোধ!
অপরের তরে ভাববার নাই অবকাশ
আত্মমগ্নতা আনে প্রাণে হতাশাবোধ।।
হায়রে নব প্রজন্ম! হায় এ যুবশক্তি! 
তোমরা নিজেরও ভালো বুঝবে না!
আরামে আয়েসেই পেতে চাও সুখ
জীবনসংগ্রামের ময়দানে নামবে না,
নম্বর চাকরি রুজি রোজগার সবই
মুফতে পাওয়ার অন্যায্য কত বায়না,
আত্মসুখে ভুলেছে মহতী অমরবাণী
"কষ্ট না করিলে কভু কেষ্ট মেলে না"।
শক্তি ভরের মতোই সব কিছু নির্দিষ্ট
জীবনের প্রথমাংশে লড়াই সংগ্রাম,
জীবন শেষের পথ হবে মসৃণ সমান
সমানুভূতিতে সেবা সুকর্ম পাবে দাম।।

No comments:

Post a Comment