Tuesday, December 21, 2021

নতুন ঘর - ডাঃ অনিরুদ্ধ পাল

নতুন ঘর

- ডাঃ অনিরুদ্ধ পাল


বিয়ের সময় যৌথ পরিবারে 
থাকতাম সবাই মোরা পৈতৃক ঘরে।
অনেক ভাই বোন থাকায় ঘরের অভাব ছিল, 
বিয়ের পর একটা ঘর মোদের দেওয়া হল।
অন্য ভাই-বোনদের থাকার কষ্ট দেখে
বাড়ী করলাম সরকারী লোন নিয়ে।গেলাম নতুন ঘরে --- 
তার কিছুদিন পরে।
আসবাবপত্র যা ছিল পুরানো ঘরে, 
সেগুলো সব আনা হলো নতুন ঘরে। 
পুরানো ঘর ভাই-বোনেদের জন্য থাকলো।
এতে তাদের কিছুটা সুবিধা হলো।
নতুন ঘরে নতুন রঙ-চঙে দেওয়াল হলো,
নতুন নতুন আলো, দেখে বেশ ভালো লাগলো।
গৃহপ্রবেশের দিন পাড়ার লোকজন
আত্মীয় স্বজনদের করলাম নিমন্ত্রণ। 
বিভিন্ন পদ রান্না হলো, খাওয়া হলো
সকলে মিলে খুবই আনন্দে মাতলো।
পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে
বাবা-মাকে  নিয়ে এলাম নতুন ঘরে।
ছেলে-মেয়েরা সেখানে বড় হতে লাগলো,
তারা আস্তে আস্তে লেখাপড়া শিখতে লাগলো। 
বাবা-মা কত কষ্ট করে মানুষ করেছেন মোদের,
তাই সেবাশুশ্রূষা যদি করি বৃদ্ধ বাবা-মায়ের ----
সে-তো পরম সৌভাগ্য। কারণ,সেবাই পরম ধর্ম। 
নিঃস্বার্থ সেবা, শুদ্ধা-ভক্তি এটাই ধর্মের সারমর্ম।

No comments:

Post a Comment