Tuesday, December 21, 2021

অপেক্ষা - প্রদীপ চক্রবর্তী

অপেক্ষা

- প্রদীপ চক্রবর্তী


এ যেন এক জলছবি,আবছা হলেও বলশালী।
উত্তম চলে নিশ্চিন্তে ; অধমের সাথে ---।
তবু মনে হয় নিশ্চিন্ততার আড়ালে কালের অমোঘ দংশন নেই তো?
জলছবিতে সব কিছু স্পষ্ট নয়,কিছু কিছু আন্দাজ করে নিতে হয় ; কল্পনাশক্তিতে।
কলম এগিয়ে চলে,কাগজকে চুম্বন করতে করতে,জন্ম নেয় সাহিত্য। 
সাহিত্যের আঙিনায় বাঘে-গরুতে এক ঘাটে জল খায়,থুড়ি ; পান করে।
হিসাবের খাতা মেলে না;কারণ হিসাব সাহিত্যের বিষয় নয়,
তবু কেউ কেউ বিষয়টিকে হিসাব সাহিত্যের মর্যাদা দেন।
বেহিসাবি জীবনের দলিল-ই তো সাহিত্য, 
এক সাহিত্যিকের কলমের খোঁচায় জন্ম নেয় আরেক সাহিত্যিকের চিন্তার খোরাক।
এক পরম্পরা থেকে অন্য পরম্পরায় ছড়িয়ে পড়ে সাহিত্য, 
এ যেন সাহিত্যের হাতবদল !
আলাপ আর ধ্রুপদ অবিচ্ছেদ্য, যেমন কবি এবং কবিতা---।
কলম নিয়ে বসে আছি;নদীর পাড়ে,
হা পিত্যেশ করে--‐
কিন্ত কাগজের দেখা নেই।

No comments:

Post a Comment