Tuesday, December 21, 2021

বাবা - অজয় শীট

বাবা

- অজয় শীট


মাথার ঘামেরে পায়েতে ফেলে
    জীবন মোদের করে সুন্দর
কষ্টটাকেও লুকিয়ে সে যে
     গায়ে ওড়ে এক হাসির চাদর
    
 ভালোবাসার এক প্রতীক রূপে
     আমার কাছে এমনই মানুষ আছে,
জড়িয়ে ধরে সারাটা জীবন 
      আগলে রাখতে চাইছি আমি তাকে
     
ভালো-মন্দ যাহাই আসুক
       চিরকালই সে থাকে যে পাশে
 প্রাপ্তি আমার এটাই  অনেক
     সে যে আমায় ভীষণ ভালোবাসে

শিশু থেকে আজ  হলাম বড়ো 
      তার ছায়াতেই থেকে
এগিয়ে চলি জীবন পথে 
     আশীর্বাদটা মাথার ওপর রেখে 
  
ভালোবাসি, ভালোবাসি
   চেঁচিয়ে যে তা বলতে পারি
তুমি আমার জীবনের 
    সেই পথ দেখানো বংশীধারী
   
জীবনেতে কভু ভগবানেরে 
     দেখতে যে গো পাইনি আমি
   আমার কাছে জীবন্ত এক 
           ভগবানের রূপ যে তুমি
      
বাবা তোমায় বারে বারে 
     জড়িয়ে ধরতে ইচ্ছে করে
তোমার আলোয় আঁধার যে মোর
      চলে যায় গো বহুদূরে 

বাবা তোমার মুখের হাসি
      দেখতে বড্ড ভালোবাসি
  তুমি যে মোর সুখের সাগরে
      আনন্দ এক রাশি রাশি

বাবা তোমার চোখের জলটা 
      মুছতে চাই এ দুই হাতেতে
   আমৃত্যু থাকতে যে চাই 
     তোমার সাথেই এক সাথেতে ।

No comments:

Post a Comment