Wednesday, October 27, 2021

উৎসবের উৎস কথা - সুদীপ কুমার চক্রবর্তী [ইভেন্ট - উৎসব তোমার আমার]

উৎসবের উৎস কথা
- সুদীপ কুমার চক্রবর্তী

উৎসব তো মানব কথা
দেশ ও দশের মাঙ্গলিক
এই জগতের আনন্দলোকে
প্রার্থনা আর মিলন গীত।
সাধ্য মতো সাধ পূরণে
আমরা জ্বালি খুশির দীপ।
তোমার আমার মেল বন্ধন
আজও বড় প্রাসঙ্গিক।

ধর্ম কথা - মর্ম কথা শেষপর্যন্ত মানবিকতা
হানাহানি রাহাজানি উৎসব নয় পাশবিকতা।

No comments:

Post a Comment