Wednesday, October 27, 2021

বিভেদ ভুলে - রতন বসাক [ইভেন্ট - উৎসব তোমার আমার]

বিভেদ ভুলে
- রতন বসাক

আমরা সবাই ভিন্ন ধর্মের
জগৎ মাঝে থাকি,
বিশ্বাস করে আস্থা মোরা
ঈশ্বর প্রতি রাখি।

নিয়ম নীতি যে যার মতো
পালন করে মানাই,
সারাজীবন আশীষ পেতে
মনের ভক্তি জানাই।

উৎসব আসে বছর ঘুরে
আনন্দে যাই ভেসে,
ভালোবেসে সবার সাথে
সময় কাটাই হেসে।

ধর্ম মানি নিজের ইচ্ছায়
যেটা লাগে ভালো,
জীবন পথে বাধা পেলে
পেতে পারি আলো।

উৎসব যদি মানাই মিলে
আনন্দ হয় বেশি,
এসো সবাই বিভেদ ভুলে
কেন থাকো দ্বেষী?

No comments:

Post a Comment