ইভেন্ট "উৎসব তোমার আমার" - লেখক / শিল্পী তালিকা
অক্টোবর মাসের শেষ ইভেন্ট
বিষয় - "উৎসব তোমার আমার"
বিভাগ - কবিতা / গল্প
নিয়মাবলীর লিঙ্ক - https://www.shabdodweep.co.in/p/shabdodweep-event.html
আজ (২৭শে অক্টোবর) সন্ধ্যা ৬টায় "উৎসব তোমার আমার" ইভেন্টের জন্য আসা লেখাগুলো / সৃষ্টিকর্মগুলো প্রকাশিত হবে। এখনও পর্যন্ত যাদের যাদের সৃষ্টিকর্ম শব্দদ্বীপের ইভেন্টের জন্য এসেছে তাদের সকলের নাম নিচে দেওয়া হল। ২৭শে অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ৩১শে অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রত্যেকটি সৃষ্টিকর্মের পঠন / দর্শন সংখ্যা দেখা হবে।
নিয়মাবলীর লিঙ্ক - https://www.shabdodweep.co.in/p/shabdodweep-event.html
আজ (২৭শে অক্টোবর) সন্ধ্যা ৬টায় "উৎসব তোমার আমার" ইভেন্টের জন্য আসা লেখাগুলো / সৃষ্টিকর্মগুলো প্রকাশিত হবে। এখনও পর্যন্ত যাদের যাদের সৃষ্টিকর্ম শব্দদ্বীপের ইভেন্টের জন্য এসেছে তাদের সকলের নাম নিচে দেওয়া হল। ২৭শে অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ৩১শে অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রত্যেকটি সৃষ্টিকর্মের পঠন / দর্শন সংখ্যা দেখা হবে।
বিষয়ভিত্তিক এবং নিয়মাবলী মেনে যে সমস্ত সৃষ্টিকর্মগুলো পাঠানো হয়েছে সেইগুলোই বিচারকের কাছে পাঠানো হবে। বিচারকের বিচারের উপর নির্ভর করে ৩১শে অক্টোবর ফলাফল জানানো হবে এবং জয়ীদের ডিজিটেল প্রশংসাপত্র প্রদান করা হবে।
৭ই নভেম্বর সংখ্যার জন্য আঁকা / কবিতা / গল্প / হাতের কাজ / ভ্রমণকাহিনী / প্রবন্ধ / ফটোগ্রাফি / অনুবাদ নেওয়া হচ্ছে। শীঘ্রই শব্দদ্বীপের ইমেইল আইডিতে নিজেদের সৃষ্টিকর্মগুলো পাঠিয়ে দিন। পিডিএফ / ওয়ার্ড ফাইলে লেখা নেওয়া হয় না। মেইল বডিতে টাইপ করে লেখা পাঠাতে হবে। মেইলের সাবজেক্টে লিখুন - "৭ই অক্টোবর সংখ্যা"।
লেখক / শিল্পীদের নামের তালিকা [ইভেন্ট - "উৎসব তোমার আমার"]
রতন বসাক
পূর্ণেন্দু সিংহ
সুভাষ চন্দ্র রায়
জয়নাল আবেদিন
সুব্রত দাস
বন্যা ব্যানার্জী
রূপশঙ্কর আচার্য্য
অজয় শীট
তপন কুমার অধিকারী
মানসী সরকার
নিবিড় সাহা
বিশ্বজিৎ কর
সুদীপ কুমার চক্রবর্তী
বিরথ চন্দ্র মণ্ডল
ডাঃ অনিরুদ্ধ পাল
নরেশ মণ্ডল
মোহাম্মদ শহীদুল্লাহ
জাফর পাঠান
পরাগ ভট্টাচার্য্য
নিমাই জানা
গোবিন্দ মোদক
মৃত্যুঞ্জয় হালদার
শ্যামল চক্রবর্ত্তী
গৌতম তালুকদার
বুবুন মাইতি
শঙ্কর ঘোষ (অমর)
জয়ন্ত চট্টোপাধ্যায়
শীতল চট্টোপাধ্যায়
সাথী মন্ডল বারিক
শুভ্রা ভট্টাচার্য
সুপ্রিয়া দে
শেখ আব্বাস উদ্দিন
মিঠু দাস পাল
গনেশ চন্দ্র রানা
ইলা চক্রবর্তী
সুভাষ নারায়ণ বসু
অনিন্দ্য ঘোষ
শম্পা সাহা
সবার প্রতি ভালোবাসা
ReplyDeleteসহকবিবন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা 🥰😊
ReplyDelete