Tuesday, October 12, 2021

মায়ের নকশীকাঁথা - মঞ্জিমা গাঙ্গুলী গোপ [ইভেন্ট - দেবীপক্ষ]

মায়ের নকশীকাঁথা
- মঞ্জিমা গাঙ্গুলী গোপ

চিলেকোঠার পাশে শুয়ে ভিতরমহল
লঙ্কাচারার টবে ইচ্ছে ফুটছে
দড়িতে উড়ছে হাওয়ায় রাঙা শাড়ি
উড়তে পারত অনেকদূর
না উড়ে দ্যাখে মায়ের নকশীকাঁথা।
মা পা মেলে বসে একটা দেশ বোনেন
যে দেশে তার আর কখনো যাওয়া হবে না।

No comments:

Post a Comment