মাকে বলবো
- রতন বসাক
তেইশ পক্ষ অপেক্ষার পর
দেবী পক্ষ আসে,
ধনী গরিব বিভেদ ভুলেই
আনন্দে সব ভাসে।
মায়ের দেখা পাবো সবাই
একটা বছর পরে,
আয়োজনটা করি সবাই
যে যার মতো করে।
নতুন জামা কাপড় পরে
মাকে দেখতে যাবে,
ঘোরার পথে খাবার কিনে
মাঝে মধ্যেই খাবে।
প্রণাম করে বলবো মাকে
সবার ভালো করো,
অসুরগুলো মারার জন্যই
ত্রিশূল তুলে ধরো।
বাধা বিপদ আসলে পরে
পাশে থেকো তুমি,
লড়াই করার জন্য শক্ত
করো মনের ভূমি।
No comments:
Post a Comment